সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় অচিরেই তিস্তায় পানিবন্টনের সমাধান হবে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট- শ্রীমঙ্গল ও সিলেট- হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি বলেন, সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত আন্তরিক।
এ সময় গঙ্গার পানি বন্টন প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।