সীমিত আকারে চালু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ফেরী চলাচল
- আপডেট সময় : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সীমিত আকারে চালু হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ফেরী চলাচল। পর পর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরী ধাক্কা লাগার ঘটনাও এবং তীব্র স্রোতের কারণে টানা ৪৮ দিন বন্ধ থাকার পরে চালু হয় ফেরি।
সকাল সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে জরুরী পরিসেবার ও ছোট আকারের যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কেটাইপ ফেরী ক্যামেলীয়া ও মাঝারী আকারের ফেরী বেগম সুফিয়াকামাল। গতকাল থেকে প্রায় শতাধীক পন্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও পার হতে পারছে না অতিরিক্ত ওজনের কারনে।
সকাল ৬টা থেকে বাংলাবাজার ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পদ্মায় স্রোত কমে আসায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৫টি কেটাইপ ফেরি দিয়ে রুগীবাহী এম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে। এদিকে, ফেরিতে যাত্রীবাহী পরিবহন, পন্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান ও ভারীযানবাহন চলাচল বন্ধ রয়েছে।