রোববার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে ট্রেন চলাচল
- আপডেট সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী কাল রোববার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে চলবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন । আর দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে চলবে আরও ১১ জোড়া ট্রেন। দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। বাড়বে না কোন রুটের ট্রেন ভাড়া।
দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে অঘোষিত লকডাউনসহ বিভিন্ন নির্দেশনা দেয় সরকার। এ সময় সারাদেশে বন্ধ করে দেয়া হয় গণপরিবহনসহ সবরুটের ট্রেন চলাচল।
শনিবার সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায়, আগামীকাল কাল থেকে সীমিত পরিসরে প্রথম ধাপে দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করবে।
তিনি জানান, ভিড় এড়াতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি হবে।
যাত্রার তারিখসহ ৫ দিন আগে টিকিট কেনা যাবে , ১ ঘন্টা আগে স্টেশনে পৌছাতে হবে বলে জানান রেলমন্ত্রী।
টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি এখন স্বল্প দুরত্বের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলেও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।