সীমিত পরিসরে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর সকাল থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
গত ২৪ মার্চ থেকে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদেশ লকডাউনের কবলে পড়ে এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সকালে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, করোনার কারণে উভয় দেশের লকডাউন ঘোষণা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়।