সীল-স্বাক্ষর জালিয়াতির মামলায় করিম মিয়ার জামিন নামঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিবের সীল-স্বাক্ষর জালিয়াতির মামলায় লালমনিরহাটের করিম মিয়াকে জামিন না দিয়ে পুলিশে সোপর্দ করেছে হাইকোর্ট।
করিমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেয়। আদালত থেকেই করিম মিয়াকে শাহবাগ থানার পুলিশের কাছে তুলে দেয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায়, গত বছর ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মোহাম্মদ সাইফউল্লাহর সীল-স্বাক্ষর জাল করে বাঁশ বোঝাই ট্রাক নিয়ে লালমনিরহাট থেকে ঢাকায় আসছিল করিম মিয়া। হাইওয়ে পুলিশ তাকে আটকালে করিম জানায়, এই বাঁশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সহকারি সামরিক সচিবের স্বাক্ষর এবং সীলটি জাল। এ ঘটনায় করিমসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়।