সুইজারল্যান্ডে পুরো আর্থিক খাতে বিপর্যয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সুইস ব্যাংকের বড় ধরনের তথ্য ফাঁসের পর সুইজারল্যান্ডের পুরো আর্থিক খাতই বিপর্যয়ের হুমকিতে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে দেশটিকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কঠোর বিধিনিষিধেও পড়তে হতে পারে।
এক প্রতিবেদনে এ পর্যন্ত সুইস ব্যাংকের ৩৭ হাজার মালিকের নথি ফাঁস হয়েছে। নথিতে বিশ্বের বিভিন্ন দেশের স্বৈরশাসক, দুর্নীতিবাজ গোয়েন্দা কর্মকর্তা, নিষেধাজ্ঞায় থাকা ব্যবসায়ী, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক ও মানব পাচারকারীর অ্যাকাউন্টের তথ্য রয়েছে। এতে, জমা থাকা অর্থের পরিমাণ সব মিলিয়ে ১শ’ বিলিয়ন ডলারের বেশি। ক্রেডিট সুইচের এসব তথ্য ফাঁস করেছেন ব্যাংকটির এক স্বঘোষিত গোপন তথ্য ফাঁসকারী। তিনি ব্যাংকটির ১৮ হাজারের বেশি হিসাব সম্পর্কিত তথ্য জার্মানের এক সংবাদমাধ্যমকে সরবরাহ করেন।