সুইডেনে আবারও হামলার শিকার হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের স্ট্যাচু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সুইডেনে আবারও হামলার শিকার হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের স্ট্যাচু। এবার নাক কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৯ অক্টোবর নিজেদের স্টেডিয়ামের বাইরে স্ট্যাচুটি উন্মোচন করে মালমো ক্লাব। যেখানে ২০ বছর আগে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন ইব্রাহিমোভিচ।
কিন্তু ৩৮ বছর বয়সী স্ট্রাইকার মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যামারবির ২৫ শতাংশ শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেয়ার পর তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে সমর্থকদের একটি অংশ। যার ফলে হামলার শিকার ব্রোঞ্জে নির্মিত সাড়ে ৩ মিটার উচ্চতার ইব্রাহিমোভিচের স্ট্যাচুটি। তার আগে মুখ ঢেকে দেয়া, রঙ ছড়ানো, আগুন দেয়া এবং হাতে কমোডের সিট ধরিয়ে দেয়ার মতো ঘটনা ঘটিয়েছে সমর্থকরা। এবার নাক কাটার ঘটনার পর স্ট্যাচুটিকে আর ক্ষতিগ্রস্ত না করার আহবান জানিয়েছেন এর ভাস্কর পিটার লিন্ডে।