সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান টের পেয়ে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় ২৩ হাজার মিটার জাল জব্দ ও দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় ৪ উপজেলায় এ অভিযান চালানো হয়েছে।