সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি
- আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সুদানে ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কার্যকর হলো ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি। অবশ্য অস্ত্রবিরতি লঙ্ঘনের দায়ে পরস্পরকে দুষছে বিবদমান
পক্ষগুলো। খবর রয়টার্সের।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয় সিদ্ধান্তটি। জানানো হয়, মানবিক দিক বিবেচনা করেই প্রস্তাবে রাজি হয়েছে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী। সম্মতির বিষয়টি প্রথমে আরএসএফ নিশ্চিত করে। জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় অস্ত্রবিরতির ইঙ্গিত ছিল। এদিকে সেনাবাহিনীর অভিযোগ, লড়াইয়ে বিরতির আড়ালে সুসংগঠিত হচ্ছে মিলিশিয়ারা। জোরালো হামলার জন্য তাদের সহযোগিতা করছে দুটি প্রতিবেশী রাষ্ট্র। অবশ্য, দেশগুলোর নাম জানাননি সেনাপ্রধান। ক্ষমতা দখলের জন্য চলতি মাসের শুরু থেকেই চলছে লড়াই; যা শনিবার গড়ায় প্রাণঘাতী সহিংসতায়। এখন পর্যন্ত এই সংঘাতে ১৮৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয় দুই হাজারের বেশি।