সুনামগঞ্জের অনেকগুলো বিল ও পুকুর খনন করেছে মৎস্য অধিদপ্তর
- আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের অনেকগুলো বিল ও পুকুর খনন করেছে মৎস্য অধিদপ্তর। তবে, কিছু প্রকল্পে সঠিকভাবে কাজ না হওয়ায় তোপের মুখে পড়তে হয়েছে তাদের। আগামী বছর আরও বেশি করে খননের দাবি জানিয়েছে সুবিধাভোগীরা। পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা বালি ও পলিতে জলাশয় ভরাট হওয়ায় মাছের উৎপাদন কমে গেছে।
মৎস্য-পাথর-ধান, সুনামগঞ্জের প্রাণ–এই প্রবাদটি বর্তমানে অর্থহীন হয়ে পড়ছে। পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা বালি ও পলি জমে ভরাট হয়ে যাচ্ছে জলাশয়গুলো। এতে করে হাওরাঞ্চলে মৎস্য উৎপাদন কমে গেছে।
জেলার ২৮টি জলাশয়ে ৪৫টি প্রকল্পের মাধ্যমে ছ’কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে. স্থানীয় সুবিধাভোগীদের সমন্বয়ে বিল খনন কার্যক্রম সম্পন্ন করেছে মৎস্য অধিদপ্তর। তবে, কিছু প্রকল্পে সঠিকভাবে কাজ না হওয়ায় ক্ষোভ জানিয়েছে সুবিধাভোগীরা।
জলমহাল শুকিয়ে গেলে মৎস্য আহরণ ও গৃহস্থালী কাজে সমস্যায় পড়ে এলাকাবাসী। বিল খননের ফলে হাওরের কৃষকও উপকৃত হবে হবে বলে মনে করেন তারা। জনকল্যাণে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানায় মৎস্য অধিদপ্তর। হাওরাঞ্চলের জলাশয় ও বিল খনন কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।