সুনামগঞ্জের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে একথা জানান তিনি। জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি’র রাজনীতি এখন কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশের চলমান রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।দেশ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে-বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাব দেন তিনি।
এ সময় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ওবায়দুর কাদের বলেন, কাউকে ছাড় দেয়া হবে না । ভারতের প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এমন অনভিপ্রেত ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।