সুনামগঞ্জে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ তদন্তে দুটি পৃথক কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিতেই তিনজন করে সদস্য রয়েছেন।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিমকে। পুলিশের তদন্ত কমিটির প্রধান হলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।দুপুরের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, ‘পরিবারের লোকজন ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সবকিছু স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। আমরা ঘটনার তদন্তে কাজ করছি।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।