সুনামগঞ্জে পর্যটকদের খাবার হোটেল ও রেষ্টুরেন্টের সংখ্যা খুবই কম
- আপডেট সময় : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯০ বার পড়া হয়েছে
হাওর বেষ্টিত শহর সুনামগঞ্জে পর্যটকদের খাবার হোটেল ও রেষ্টুরেন্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। অথচ এরই মধ্যে গত ১৫ই ডিসেম্বর পানসি রেস্টুরেন্টে মরা গরুর মাংস সরবরাহ করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে।
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় টাঙ্গুয়ার হাওরসহ পর্যটকদের উন্নতমানের খাবার পরিবেশনকারী পানসী রেস্তোরা। কিন্তু গত ১৫ ডিসেম্বর মরা গরুর মাংস সরবরাহের অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় পানসী কর্তৃপক্ষ সকল দায় অস্বীকার করলেও সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ শহিদুর রহমান মরা গরুর মাংস সরবরাহের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
মরা গরু কিংবা মরা মুরগীর মাংস মানবদেহের জন্য ক্ষতিকর, জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। এ ঘটনার পরপরই স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয়দের।