সুনামগঞ্জে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছে প্রায় ১৫ হাজার যুবক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছে প্রায় ১৫ হাজার যুবক। তবে, মোটরসাইকেলে যাত্রী উঠাতে গেলে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের হামলা ও হয়রানির শিকার হচ্ছে তারা। পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চায় মোটরসাইকেল চালক সমিতি।
হাওরাঞ্চল হওয়ায় সুনামগঞ্জের অনেক উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই জেলা শহরের। সহজে ও কম সময়ে যাতায়াত করতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের উপর ভরসা করে যাত্রীরা। জেলার প্রায় ১৫ হাজার যুবক মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করছে। তবে, নানান সমস্যার মুখোমুখি হচ্ছে তারা।
পুলিশ প্রশাসনের সহযোগিতা চায় মোটরসাইকেল চালক সমিতি। মোটরসাইকেল চালকদের সাথে অটোরিক্সা চালকদের সমস্যার কথা স্বীকার করেন তাদের ব্যবস্থাপক। করোনাকালে হাওরের বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতে সহযোগিতা চায় ভুক্তভোগীরা।