সুনামগঞ্জে ভোগান্তিতে বানভাসী মানুষ
- আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে বন্যায় অনেকের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জে বন্যায় অনেকের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোলায় রাখা ধান, হাস-মুরগির খামার, চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন অনেকে। এদিকে বন্যার পানি নামার সাথে লোকজন নিজেদের বাসস্থান মেরামতের কাজ শুরু করেছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েই গেছে। টিউবওয়েলে আসছে কাদাযুক্ত পানি। তাই দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন গ্রামবাসী।
জামালপুরে পাহাড়ি ঢল কমে যাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা তীরবর্তী বরখাল,কলাকান্দা,ঝালুর চর এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী ভাঙ্গন ঠেকাতে আগামী দুই একদিনের মধ্যেই জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে জানিয়েছে।
এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নদীগর্ভে বিলীন পরিবারগুলোর বসতভিটা, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যমুনা গর্ভে বিলীন হয়েছে। তাই যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।