সুনামগঞ্জে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে শান্তি সমাবেশ করেন প্রদ্যুৎ কুমার তালুকদার
- আপডেট সময় : ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য দিরাই-শাল্লা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী প্রদ্যুৎ কুমার তালুকদার। তার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণা নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ চলমান থাকার কথা জানিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রদ্যুৎ কুমার তালুকদার।
এরই ধারাবাহিকতায় রোববার (৮ অক্টোবর) উপজেলার তাড়ল ইউনিয়নের টেলিফোন বাজার এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামিলীগ কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। আওয়ামীলীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতকরণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। হাওরাঞ্চলের প্রাণের দাবী দিরাই-শাল্লার রাস্তা, সেই রাস্তার কাজও শুরু হয়ে যাবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতে নৌকা মার্কার পক্ষে থাকার আহবান জানান তিনি।
এ সময় দিরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপুর সঞ্চালনায় ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দিরাই উপজেলা ছাত্রলীগের চয়ন তালুকদার ইউনিয়ন যুবলীগ নেতা সুজন মিয়া তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক চান মিয়া ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিবুর হাসান মদ্দুছ।