সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের উজ্জলপুর-ঘাগটিয়া এলাকায় পাঁচশ’ মিটার রাস্তা ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি
- আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চারবারের বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের উজ্জলপুর-ঘাগটিয়া এলাকায় পাঁচশ’ মিটার রাস্তা ভেঙ্গে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে করে জামালগঞ্জ-ধর্মপাশার প্রায় চার লাখ মানুষের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে ফেরিতে পারাপার করছে তারা। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে তীব্র ভাঙ্গনের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলার প্রায় চার লাখ মানুষ। জরুরি প্রয়োজনে জেলা শহরে আসতে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে পারাপারের সময় দুর্ভোগের স্বীকার হচ্ছে তারা।
মে মাসে প্রথম বন্যার প্রকোপে সুরমা নদীর পাড় ভেঙ্গে ঘাঘটিয়া- উজ্জলপুর এলাকার পাঁচ’শ মিটার রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়। পানি কমায় এখন জরিপ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানান, এই কর্মকর্তা।
শিগগিরই মেরামতের মাধ্যমে স্বভাবিক যান চলাচলে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে স্থানীয়রা।