সুনামগঞ্জ-৩ আসনে সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিমের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ২০১৫ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ ৩ আসনের জগন্নাথপুর উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনি প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কৃতক প্রদত্ত সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিমের সদস্যরা।
আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগসহ দলটির মিত্র ও বিরোধী দলগুলো। যদিও বরাবরের মত প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে থাকছেনা। তবুও নির্বাচনকে ঘিরে জনমনে আগ্রহের কমতি নেই।
সারাদেশেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত নির্বাচনী সমন্বয়ক টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সুনামগঞ্জ ৩ আসনের এবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরপর ৪ বার নৌকার মাঝি হিসেবে মনোনীত সফল এ সাংসদের প্রচারণায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক নীলপদ্ম রায় প্রান্তসহ উদ্যমী ছাত্রনেতারা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন।
সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিমের এ সদস্যরা উপজেলার বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ সহ সর্বসাধারণকে ভোটের দিন নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ প্রদানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের সহায়তার আশ্বাস দেন।
এ সময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নীলপদ্ম রায় প্রান্ত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু ছাত্রদের কথাই বলেনা। বাংলাদেশ ছাত্রলীগ পুরো বাংলাদেশের মানুষের কথা বলে। উপমহাদেশের সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন বার বার দেশের দুর্দিনের নিজেদের প্রমাণ রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ছাত্রলীগের ভূমিকা থাকবে শতভাগ।
প্রান্ত আরও বলেন, এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনেও সুনামগঞ্জের হাওর রত্ন সাবেক সফল পরিকল্পনামন্ত্রী ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন এম এ মান্নানকে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আশাকরি বাংলাদেশ আওয়ামীলীগ এবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
প্রচারণায় আরও ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিজবা আহমেদ।
জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য শাওন দাস, তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অভিমন্যু কুমার দাস, ঢাকা কলেজ ছাত্রলীগ প্রানতোষ চন্দ, ছাত্রলীগ নেতা জুম্মান আহমেদ জয় , ছাত্রলীগ নেতা পরাগ দে , জাবেদ খান ও ছাত্রলীগ নেতা জগন্নাথ দাস প্রমুখ।