সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় এখনও পাতার স্তুপে জ্বলছে আগুন
- আপডেট সময় : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাস ভারানি এলাকায় এখনও পাতার স্তুপে জ্বলছে আগুন। দ্বিতীয় দিনের মত আগুন নেভাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
বন বিভাগের কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা রাতেও ওই এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।
এর আগে সোমবার দুপুরে যেখানে আগুন লাগে, মঙ্গলবার বিকেলে তা নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বুধবার সকালে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটে আগের জায়গার কাছা কাছি স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, বনের দক্ষিণ পাশের কিছু কিছু জায়গা থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। চরম গরমে পড়ে থাকা শুকনো পাতায় সেই আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। এখনও অনেক স্থানে পড়ে থাকা পাতার স্তুপে আগুন জ্বলছে । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সহকারি পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, সকাল থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।