সুন্দরবনের ৫ একর বনভূমিতে আগুন

- আপডেট সময় : ১১:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমোরবুনিয়ায় আগুন এখন নিয়ন্ত্রণে আছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম পুড়ে গেছে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
আগুন গাছের ওপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধু মাটির ওপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। সকাল থেকে ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি দেয়া হবে বলেও জানান তিনি । গেলোরাতে খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ কার্যালয়ে বন সংরক্ষক বলেন, আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে সকালে খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দোকে প্রধান করে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ওই কমিটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশেষজ্ঞরা থাকবেন। সর্বশেষ ২০২১ সালে আগুন লেগেছিল। সুন্দরবনের আমুরবুনিয়াসহ আশপাশের এলাকায় ২০০২ সাল থেকে এ পর্যন্ত ২৫ বার অগ্নিকাণ্ড ঘটেছে।