সুপার টুয়েলভ নিশ্চিত করেছে স্কটল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ওমানের দেয়া ১২৩ রানের লক্ষ্য তাড়া করে ১৮ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় স্কটিশরা।
অধিনায়ক কাইল কোয়েটজারকে নিয়ে ওপেন করতে নেমে ভালো সূচনাই করেছিলেন জর্জ মান্সি। ৪টি চারের সাহায্যে ১৯ বলে ২০ রান করার পর ফাইয়াজ বাটের বলে জিতেন্দার সিংয়ের হাতে ধরা পড়েন মান্সি। এতে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। নতুন বলে বিলাল খান এবং ফাইয়াজ বাট পান সুইং। এই দুই স্ট্রাইক বোলারের বিপক্ষে দেখেশুনেই ব্যাট করে স্কটিশরা। জর্জ মান্সির উইকেটের পতনের পর ক্রিজে এসে শেষ পর্যন্ত ব্যাট করে দলের জয় নিশ্চিত করেন ম্যাথু ক্রস। ক্রসের সাথে রিচি বেরিংটনের ৪৮ রানের জুটিতেই স্কটল্যান্ড পায় সহজ জয়।