সুপার সাইক্লোন ‘আম্পান’ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন ‘আম্পান’ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ উপকূলীয় জেলাগুলো থেকে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী সময়ে কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপার ঘূর্ণিঝড় ‘আম্পান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।