সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড সাতক্ষীরা
- আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে উপকূলীয় জেলা সাতক্ষীরা লণ্ডভণ্ড হয়ে গেছে। নিহত হয়েছে তিনজন। প্রায় এক লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। উপকূলীয় দুটি উপজেলার ২০টিরও বেশী পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। জেলায় তিনশ’ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
সাতক্ষীরার উপকূলীয় এলাকা শ্যামনগর ও আশাশুনি উপজেলার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদ-নদীর অন্তত ২০টি পয়েন্ট ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া, আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে বাঁধ ভেঙ্গে অসংখ্য কাঁচা ঘর-বাড়ি ও টিনের চাল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে, গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। জেলায় সাড়ে ১২ হাজারেরও বেশি মৎস্য ঘের ভেসে যাওয়ায় চিংড়ি চাষীদের ১৭৬ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
৬৫ কোটি ১৫ লক্ষ টাকার আম ও ১৩৭ কোটি ৬১ লাখ টাকার কৃষি সম্পদ নষ্ট হয়েছে।ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৭ কিলোমিটার বেড়িবাঁধ ও এলজিইডির ৮১ কিলোমিটার সড়ক। ভুক্তভোগীদের এখন একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান, জেলা প্রশাসক………
বেড়িবাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিভাগীয় কমিশনার……..
স্থানীয়দের দাবি, বেড়িবাঁধ নির্মাণ ও গৃহহীনদের সবধরনের সহযোগিতা দ্রুত করতে হবে।