সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টিই এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির আলোচিত বিষয়

- আপডেট সময় : ০২:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সব ছাপিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টিই এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির আলোচিত বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এ নিয়োগ সম্পন্ন করতে চান। এরইমধ্যে দুইজন বাদে সব রিপাবলিকান সিনেটরের সমর্থন নিশ্চিত করেছেন ট্রাম্প।
তবে নির্বাচনের আগে বিচারক নিয়োগ নিয়ে ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের হুমকি দিয়েছেন ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা, বর্ণবাদ, অর্থনৈতিক মন্দার মতো ইস্যু ছাপিয়ে মার্কিন রাজনীতিতে এখন জমজমাট বিতর্ক সুপ্রিম কোর্টের নতুন বিচারক নিয়োগ নিয়ে।
ট্রাম্প চান, ভোটের আগেই বিচারক নিয়োগ সম্পন্ন করতে। এজন্য শনিবারই তার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবেন তিনি।
নির্বাচনের আগে বিচারপতি নিয়োগে ট্রাম্পের তোড়জোড়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, প্রয়োজনে অভিশংসন প্রস্তাব আনা হবে।