হাইকোর্ট অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার আইনজীবীরা
- আপডেট সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে চলে আসা শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে দেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ জন আইনজীবীর সহকারীকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে।
দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করা হয়েছে। রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সুপ্রিম কোর্ট একটি পবিত্র বিচারাঙ্গন। এখানে ঘুষ-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ চলছে। ভবিষ্যতে আর এমন হবে না বলে তারা সবাইকে সতর্ক করে দিয়েছেন।