“সুবর্ণ জয়ন্তী” একজন পলাতক আসামী দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতি মামলায় দন্ডিত আসামীকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন করিয়ে মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করেছে। সকালে চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া না দিয়ে আতংকগ্রস্ত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন “সুবর্ণ জয়ন্তী” একজন পলাতক আসামী দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে।
দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,বিএনপি’র আন্দোলনে জনগণ আর সাড়া দেয় না।
এদিকে, বিকলে দৈনিক সময়ের আলো পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার টিকা নেয়ায় ধন্যবাদ জানিয়ে, ভবিষ্যতে টিকা নিয়ে অহেতুক ও বিভ্রান্তিকর সমালোচনা না করার আহবান জানান তথ্যমন্ত্রী।
এ সময় লেখক মুশতাক আহমেদের মৃত্যু বিষয়ে বিদেশিদের বিবৃতি কুটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।