সুবিধা নিতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে নির্বাচন চায় আ’লীগ : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে সুবিধা পেতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে ভোট করতে চায় আওয়ামী লীগ। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই নির্বাচনকালীন সরকার নিয়ে শেষ বার্তা দিয়েছেন ওবায়দুল কাদের। ২৮ অক্টোবর মহাসমাবেশের আগেই সরকারকে পদত্যাগ করে দেশকে সংকটের হাত থেকে রক্ষার আহ্বান জানান ফখরুল। আর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণ-গ্রেপ্তার করে সরকার আরেকটি পুলিশী নির্বাচনের পাঁয়তারা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকা রিপোর্টর্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে প্রায়াত ৯০ এর ছাত্র নেতা সাইফুদ্দিন আহমেদ মনি’র ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। প্রধান অতিথি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, স্বাধীনতার ৫২ বছরেও নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে।
দেশের ও জনগণের কথা ভেবে সরকারকে এখনই পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণগ্রেফতার করেও সরকারের শেষ রক্ষা হবে না। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী।