সুমাত্রা দ্বীপে ভাসমান ১২০ জন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া

- আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক চাপের মুখে সুমাত্রা দ্বীপে ভাসমান ১২০ জন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। টানা কয়েকদিন সমুদ্রে ভেসে থাকা এবং আন্তর্জাতিক নানা সংস্থার ক্রমাগত অনুরোধের পর তীরে নামার অনুমতি পায় তারা। আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু।
ইন্দোনেশীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউএনএইচসিআরের জাকার্তা প্রতিনিধি অ্যান মেইম্যান। এটিকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বিজয় হিসেবে দেখছেন তারা। বিরুয়েন উপকূলে রোহিঙ্গাভর্তি নৌকা ভাসতে দেখে স্থানীয় জেলেরা। কাঠের নৌকাটিতে দুই জায়গায় ছিদ্র হয়ে প্রচুর পানি উঠতে শুরু করে। ডুবে যাওয়ার আশঙ্কা থাকলেও রোহিঙ্গাদের তীরে নামার অনুমতি দিচ্ছিল না ইন্দোনেশিয়া সরকার। বরং আশ্রয়প্রার্থীদের আবারও ফিরে যেতে বলেছিলো। ইন্দোনেশিয়া জাতিসংঘের শরণার্থী সনদে স্বাক্ষরকারী দেশ নয়। তবে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে নিজেদের অবস্থান পরিবর্তন করে ইন্দোনেশিয়া সরকার।