সুরমার পানি কানাইঘাটে আর কুশিয়ারার পানি শেরপুরও কাশিমপুরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত
- আপডেট সময় : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে কুশিয়ারার পানি দু’টি পয়েন্টে এবং সুরমার পানি একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সিলেট মহানগরের উপশহর আবাসিক এলাকা,সোবহানীঘাটসহ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি আবারও বেড়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে আর কুশিয়ারার পানি কাশিমপুর ও শেরপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি সিলেট কিনব্রিজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে। পানি আর বাড়লে সিলেট শহর অংশে বিপদসীমা অতিক্রম করবে। সেক্ষে পানি মহানগরীতে প্রবেশ করবে। ইতিমধ্যে উপশহরসহ কয়েকটি নিচু এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
কয়েকদিন আগে পানি নিস্কাষনের নালাদিয়েই সুরমার পানি মহানগরীতে প্রবেশ করে বন্যায় তলিয়ে যায় সিলেট মহানগরী । আবার সুরমার পানি বাড়ায় আতংকে কাপছে সুরমা পাড়ের মানুষ।
সুরমার পানি কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট শহর পয়েন্টে স্থিতিশীল রয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নর্বাহী প্রকৌশলী।
বৃষ্টিপাত কমলে, নদ-নদীর পানিও কমে আসবে বলে জানান আরিফ আহমেদ