সুষ্ঠুভাবে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ
- আপডেট সময় : ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সুষ্ঠুভাবে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে সব সম্মেলন সময়মতো করতে হবে। না হলে, কমিটি ভেঙ্গে দেয়া হবে।
নবম বারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ায়, গেলো রাতে গণভবনে দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানাতে আসলে, তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, যেসব সম্মেলন এখনো শেষ হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আগামীতে সব কমিটির সম্মেলন সময়মতো করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, সংগঠন শক্তিশালী হলে, যে কোনো অবস্থা মোকাবিলা করা যায়। তিনি বলেন, কোথাও যাতে কোনো বদনাম না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে; নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সংগঠনের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন আমরা সরকারে, জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারছি- সেটা যেনো অব্যাহত থাকে- তা নিশ্চিত করতে হবে।