সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো ত্রুটি থাকবে না : সিইসি
- আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো ত্রুটি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপের পর এ কথা বলেন তিনি। সংলাপে সাংবাদিকরা কমিশনের আস্থার সংকট কাটানো ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরেন।
আগামী নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য করতে করণীয় ঠিক করতে, ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন এবার জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে বসে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপের জন্য ৩৪ জনকে আমন্ত্রণ জানানো হলও অংশ নেন ২২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক।
আগের নির্বাচন কমিশনের তৈরি করা আস্থার সংকট দুর করতে বিতর্কের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন সম্পাদকও সাংবাদিকরা।
আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে করণীয় সবকিছুই করবে বর্তমান নির্বাচন কমিশন।
নির্বাচনকালীন সরকার ইস্যুতেও কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।