সূর্যমুখী তেল জনপ্রিয় করতে ফরিদপুর বিএডিসির উদ্যোগে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সূর্যমুখী তেল জনপ্রিয় করতে ফরিদপুর বিএডিসির উদ্যোগে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। এই ফুল চাষে শুধু অর্থ উপার্জনই নয়, বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্য। ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছে সৌন্দর্যপ্রেমীরা। সরকারি সহযোগিতা পেলে, আগামীতে ব্যাপকভাবে চাষ করতে চায় এ অঞ্চলের ফুল চাষিরা।
দূর থেকে দেখে মনে হয় দিগন্ত বিস্তৃত হলুদ গালিচা। কাছে এলে চোখে পড়ে হাজারও সূর্যমুখী ফুল। এগুলো ফরিদপুর সদর উপজেলায় বিএডিসি খামারে লাগানো হয়েছে। ফুল দেখতে ভির করছে সৌন্দর্যপ্রেমীরা। বিএডিসির বাগানে এখন প্রতিদিনই বসে মিলনমেলা।
চাষিরা বলছে, সরকারি সহযোগিতা পেলে আগামীতে সূর্যমুখী ফুলের চাষ করবেন। এই ফুলের তেল জনপ্রিয় করতে চাষ করা হচ্ছে বলে জানায়, বিএডিসি। এবছর ফরিদপুর বিএডিসির বাগানে চার একর জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। এ থেকে প্রায় ৪০ মণ বীজ উৎপাদন হবে বলে আশা করছে তারা।