বিদেশীরা পরামর্শ দিতে পারে, কিন্তু ক্ষমতায় বসাতে পারে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসতে হবে। সেফ এক্সিট কারা নেবে আগামী নির্বাচনে জনগণই ঠিক করবে। বিকেলে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিদেশীরা পরামর্শ দিতে পারে, কিন্তু ক্ষমতায় বসাতে পারে না। ক্ষমতায় বসাতে পারে দেশের জনগণ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতোই হাকডাক করুক, তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশীরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য চাপ দেয়নি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ক্ষমতার ময়ূর সিংহাসন আর বিএনপির কপালে জুটবে কিনা সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্বব্যাপী শেখ হাসিনার বলিষ্ঠ উন্নয়নের প্রশংসা হচ্ছে। যা দেখে বিএনপি নেতাদের অন্তরে জালা বইছে। আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচন বানচালের হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচন রুখতে আসলে– প্রতিরোধ করবে দেশের জনগণ।