সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। কারখানার ভেতর থেকে অগ্নিদগ্ধ মরদেহগুলো একের পর এক বের করে আনা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। ভবনের চতুর্থ তলা তালাবদ্ধ থাকায় কোনো শ্রমিক বের হতে পারেননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজন হারানো শ্রমিকদের পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রূপগঞ্জের ভুলতায় জুস কারখানার আগুনে এতো মানুষের প্রাণহনি আগে কখনো দেখেনি এখানকার বাসিন্দারা। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ভবনের ৪র্থ তলা তালাবদ্ধ থাকায় কোনো শ্রমিক বের হতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতোগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে।
ছয়তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। এ সময় প্রাণ বাঁচাতে ভবনটি থেকে লাফিয়ে পড়েন কজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। দীর্ঘ সময়ের চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো যায়নি। এরই মাঝে কারখানার অভ্যন্তর থেকে একে একে অর্ধশত মরদেহ বের করতে থাকেন উদ্ধারকর্মীরা।
এদিকে, নিখোঁজ শ্রমিকদের দ্রুত সন্ধান চেয়ে স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বেশকিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। বাদ যায়নি গণমাধ্যম কর্মীদের গাড়ীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় এক ঘন্টা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শুক্রবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।