৫ বছর ধরে ঝুলে আছে কুড়িগ্রামের সোনাহাট সেতুর নির্মাণের কাজ
- আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
৫ বছর ধরে ঝুলে আছে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দর সড়কের সোনাহাট সেতুর নির্মাণের কাজ। এতে করে জরাজীর্ণ বেলি সেতুতে বিঘ্নিত হচ্ছে আমদানী-রপ্তানী। ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। এদিকে ৩ বার সময় বাড়িয়ে মাত্র ৩৫ ভাগ কাজ সম্পন্ন করেছে সেতু নির্মাণ প্রতিষ্ঠান।
দুধকুমার নদের উপর ব্রিটিশ আমলে নির্মিত ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বেলি সেতুটি ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে অনেক আগেই। তারপর এই সেতু দিয়েই পাড়াপাড় করা হচ্ছে সোনাহাট স্থল বন্দরের পাথর, কয়লাসহ অন্যান্য পন্য বোঝাই যানবাহন। অন্যদিকে জরাজীর্ণ বেলি সেতু প্রায় পাশঘেষা দক্ষিনে নদের দুই তীরে দাড়িয়ে আছে কয়েকটি পিলার।
এদিকে ঝুঁকিপুর্ণ বেলি সেতু দিয়ে ১০ টনের বেশি পন্য পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় ট্রাক লোড-আনলোডে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
সেতু নির্মাণে ঠিকাদারের ব্যর্থতার কথা স্বীকার করে দায় এড়াতো ব্যস্ত সড়ক বিভাগ। দ্রুত সেতু নির্মান শেষ করার দাবী স্থানীয়দের।