সেনাবাহিনীকে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যেমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন, সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। এরআগে সকালে কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছালে, কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট-এর রেংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা উপস্থিত ছিলেন।