সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে
- আপডেট সময় : ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬৮১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সামাজিক সংক্রমন ঠেকাতে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে যারা ঘরের বাইরে বের হয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চেকপোষ্টগুলোতে তল্লাসীর মুখে পড়তে হচ্ছে। তারপরও পাড়া-মহল্লায় অনায়াসে ঘুরে বেড়াচ্ছে নগরবসী।
সরকারি সাধারণ ছুটির শুরুতে রাজধানীর রাস্তায় মানুষের চলাচল সীমিত থাকলেও ক্রমেই তা বাড়তে থাকে। সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে দু’দিন কিছুটা কম থাকলেও নতুন করে বেড়েছে মানুষের চলাচল। প্রধান সড়কে ব্যক্তিগত যানবাহন কমলেও রিক্সা ও পায়ে হেঁটে অনেকে চলাচল করতে দেখা যায়।
তবে পাড়া-মহল্লার চিত্র পুরোপুরি আলাদা। সেখানে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে ও জটলা করছে নগরবাসী। অপ্রয়োজনেও ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানে আড্ডা দেয় অনেকে।
অলি গলিতে নগরবাসীর পদচারণা করোনার ঝুঁকিকে বাড়াচ্ছে। তা বন্ধে কোথাও কোথাও সক্রিয় স্থানীয় সচেতন মহল।
সামাজিক দূরত্ব বজায় রাখতে আগের চেয়ে বেশি তৎপর সেনা সদস্যরা। টহলের পাশাপাশি হ্যান্ড মাইকে সাধারণ মানুষকে সচেতন করছেন তারা।
ঢাকায় মানুষের যাওয়া-আসা এবং নগরীতে চলাচল ঠেকাতে চেকপোষ্টগুলোতে তৎপর পুলিশ। ঘর থেকে বের হওয়াদের জবাবদিহিতার আওতায় আনছে পুলিশ।
করোনার সংক্রমনরোধে জনগণের সচেতনতার বিকল্প নেই বলেও জানান আইন-শৃঙ্খলাবাহিনী।