সেনা অভ্যুত্থানে হুমকির মুখে পড়েছে মিয়ানমারের পর্যটন খাত
- আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সেনা অভ্যুত্থানে হুমকির মুখে পড়েছে মিয়ানমারের পর্যটন খাত। রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য বিশ্বখ্যাত দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার। দেশটির একদিকে যেমন রয়েছে দিগন্তজোড়া বিস্তীর্ণ সমুদ্র সৈকত, অন্যদিকে আছে ঘন জঙ্গল আর সুউচ্চ পাহাড়রাশি। বৌদ্ধ প্রধান দেশটি সারা বিশ্বে প্রাচীন সব প্যাগোডার জন্যও বিখ্যাত। পাশাপাশি দেশটিতে রয়েছে চোখজুড়ানো সব হ্রদ। আর মিয়ানমারের রেইনফরেস্টকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্মৃদ্ধ বনের একটি। এসবের টানেই ভ্রমণপিপাসুদের শীর্ষস্থানীয় গন্তব্যের তালিকায় থাকে মিয়ানমারের নাম। তবে স্বাধীনতার ৭৩ বছরেও দেশটি সামরিক শৃঙ্খলমুক্ত হতে পারেনি। স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জেনারেল অং সান এর কন্যা সু চির হাত ধরে মাত্র কয়েক বছরের জন্য গণতন্ত্র আসলেও, তা স্থায়ী হয়নি। গেল সোমবার নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে আবারো ক্ষমতা কুক্ষিগত করে সামরিক জান্তা। সামরিক শাসনের প্রভাব পড়েছে মিয়ানমারের পর্যটন শিল্পেও। আকর্ষণীয় বলে খ্যাতি থাকলেও, সামরিক সরকারের নানা বিধিনিষেধের কারণে প্রত্যাশিত পর্যায়ে পর্যটক আসেন।