সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক সমাপনী পরীক্ষা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।
এছাড়া অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে ডিসেম্বরে স্কুল খুললে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অটোপাশের পরিকল্পনা করেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে, কোন সিদ্ধান্ত হয়নি এ ব্যাপারে।তিনি জানান সবগুলো বিষয়ে প্রস্তাব রোববারই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।