সেবা নিশ্চিতে চট্টগ্রাম, বরিশাল ও সাতক্ষীরা মেডিকেল থেকে ১৯২ চিকিৎসককে বদলি
- আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে, চট্টগ্রাম, বরিশাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯২ চিকিৎসককে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ আদেশ দেয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি করা চিকিৎসকদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৬ জন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, খাগড়াছড়ি সদর হাসপাতালে ১৮ জন, ফেনী সদর হাসপাতালে ১৮ জন ও দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে বদলি করা হয়েছে। বদলির প্রজ্ঞাপন বাতিল করার দাবী জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ৪০ চিকিৎসককে অন্য জেলায় বদলী করায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ন ৫ চিকিৎসকের বদলী প্রত্যাহার না হলে আইসিইউ এবং পিসিআর ল্যাবসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে আশংকা মেডিকেল কলেজের অধ্যক্ষের। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৬ জনকে বদলী।