সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-চেলসির ড্র
- আপডেট সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে শেষ চারের লড়াই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মাঠে অতিথি ইংলিশ জায়ান্ট চেলসি। সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-চেলসি বিগ ম্যাচ ড্র হয়েছে। রিয়ালের মাঠে লিড নিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি চেলসি।
আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। ম্যাচ শুরুর আগেই যেন উত্তেজনায় টইটুম্বর। শুরুতে চেলসির দাপট। একের পর এক আক্রমণ। কোর্তোয়ার ভাগ্য আর টাইমিংয়ের কাছে পরাস্থ ব্লুদের জার্মান স্ট্রাইকার টিমো ভের্নার। রিয়ালের গোলবার বেশিক্ষণ অক্ষত রাখতে পারেনি কোর্তোয়া। ১৪ মিনিটেই রুদিগারের লং পাস রিভিস করে রিয়ালের বেলজিয়ান গোলকিপারকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন ক্যাপ্টেন আমেরিকা ক্রিস্টিয়ান পুলিসিচ। গোল দিয়ে যেন আরও আক্রমণাত্মক চেলসি, সুযোগ কাজে লাগেনি ঠিকঠাক। গোল মিস করেও আত্মবিশ্বাস ভাঙেনি কারিম বেনজেমার। হেড মিস হলেও বাইসাইকেল কিকে ২৯ মিনিটেই সমতায় ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তার গোলেই যেন প্রাণ ফিরে পেয়েছে মাদ্রিদের ইনজুর্ড ক্যাপ্টেন রামোস। এরপর সুযোগ আসলেও আর গোল করতে পারেনি কোন দল। ম্যাচ ১-১-এ ড্র হলেও লাভটা চেলিসরই হয়েছে। মহা মূল্যবান একটা অ্যাওয়ে গোল নিয়ে ওরা ফিরেছে স্ট্যাম্ফোর্ড ব্রিজে।