সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম
- আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইংলিশ লিগ কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম। লেস্টার সিটির সাথে ৩-৩ গোলে ড্র কারার পর টাইব্রেকারে ৫-৪ গোলের জয়ে সেমিতে পৌঁছায় লিভারপুল। আরেক ম্যাচে ওয়েস্টহ্যামকে হারিয়েছে টটেনহ্যাম।
লেস্টার-লিভারপুল ম্যাচ শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর। ৯ ও ১৩ মিনিটে জোড়া গোল করে লেস্টারকে ২-০ গোলে এগিয়ে দেন জেমি ভার্ডি। ১৯ মিনিটে চেম্বারলিন এক গোল শোধ দেন অলরেডদের হয়ে। ৩৩ মিনিটে মেডিসন তৃতীয় গোল করেন লেস্টারের হয়ে।
বিরতি থেকে ফিরে ৬৮ মিনিটে ডিয়েগো জটা লিভারপুলের হয়ে আরও এক গোল শোধ দেন। আর ইনজুরি সময়ে মিনামিনো লিভারপুলের তৃতীয় গোল করে দলকে সমতায় ফেরান। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক লিভারপুলের কিপার কালেহার। লেস্টারের দু’টি শট রুখে দিয়ে অলরেডদের ৫-৪ গোলের জয়ের কাণ্ডারি এই আইরিশ কিপার।
অন্যদিকে, ম্যাচের ২৯ মিনিটে স্টিভেন বার্গওয়াইনের গোলে লিড নেয় স্পার্সরা। ৩২ মিনিটে জ্যারড বোয়েন সমতায় ফেরায় ওয়েস্টহ্যামকে। তবে ৩৪ মিনিটে লুকাস মাওরার গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় কন্তের দলের।