সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ টেবিল টেনিস দল
- আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
নিজেদের ইতিহাসের সেরা সাফল্য নিয়ে মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। দুপুর ১২টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।
শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে মালে থেকে কলম্বো হয়ে ঢাকা আসে বাংলাদেশ দল। বিমান বন্দরে বাংলাদেশ দলকে বরণ করে নেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস দলের সঙ্গে থাকা ফেডারেশনের সহ সভাপতি খোন্দকার হাসান মুনির। জাহাঙ্গীর আলম ফুল ও মিষ্টি দিয়ে সবাইকে বরণ করে নেন। মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটি গোল্ড ও পাঁচটি ব্রোঞ্জ জয় করে। এর আগে কখনও সোনা জিততে পারেনি বাংলাদেশ টেবিল টেনিস দল। অনূর্ধ্ব ১৯ বালক দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় করে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশকে এই সাফল্য এনে দেন হৃদয়, রামহিম, নাফিজ ও হাসিব।