সেলফি আর আড্ডায় ভিড় লেগেই থাকে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে
- আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১১ বার পড়া হয়েছে
ফুলকে সবাই ভালোবাসে। আর শিক্ষা প্রতিষ্ঠানে মনমুগ্ধকর ফুলের বাগান তৈরির মাধ্যমে সুন্দর পরিবেশ শিক্ষা গ্রহনে আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। তেমনি এক নান্দনিক ফুলের বাগান তৈরি করা হয়েছে জামালপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপিট সরকারী আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে। প্রতিদিন কলেজের ছাত্রছাত্রী ছাড়াও আশপাশের লোকজন বাগানের ফুলের ছবি তুলতে ভিড় জমায়।
জেলার আশেক মাহদুদ কলেজ প্রাঙ্গনে ২ একর পতিত জমিতে তৈরি করা হয় বাহারী রং আর ফুলের চাষ। বাগানের নৈসর্গিক সৌন্দর্য্য যেস নিপুণ কারিগরের তৈরি। ফুলের সাথে সেলফি তুলতে আর আড্ডা দিতে গ্রুপ স্টাডি করতে কলেজের ছাত্রছাত্রীসহ আশপাশের লোকজন ভীড় লেগেই থাকে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন বাগান তৈরির দাবী তাদের।
এই কলেজের ফুলের বাগান এবং ফুল প্রেমীদের মনের খোরাক মিটাতে সহায়ক বলে মনে করছেন ঘুরতে আশা প্রকৃতি প্রেমীরা । নিজস্ব অর্থায়নের এই বাগান যেমন শোভা বাড়াচ্ছে। তেমনি এর পরিচর্যা করে ক্লান্তি দূর হচ্ছে শিক্ষার্থীদের। ফুলের অপরূপ রূপ সকলের মন ভালো করে দেয়ার উপাদান।শিক্ষা প্রতিষ্ঠানে ফুল বাগান নান্দনিক স্থানে পরিণত করেছে।