সেলিনা হায়াৎ আইভীর হাতে আবার উঠল নারায়ণগঞ্জ নগরের চাবি
- আপডেট সময় : ১২:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে তৈমূর আলম খন্দকারকে হারিয়ে সেলিনা হায়াৎ আইভীর হাতে আবার উঠল নারায়ণগঞ্জ নগরের চাবি। একই সঙ্গে অটুট রইল আইভীর অপরাজেয় থাকার বিরল কৃতিত্ব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে তার এটি হ্যাটট্রিক জয়। যে কোনো সিটি করপোরেশনের ইতিহাসে টানা তিনবার জয়ের এমন কীর্তি আর কারও নেই।
বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আইভীর নৌকা পেয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তৈমূরের হাতি পেয়েছে ৯২ হাজার ৫৬২ ভোট। ভোট গ্রহণ শেষে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব হুমায়ুন কবির খোন্দকার জানিয়েছেন, ভোট পড়েছে ৫০ শতাংশ। গতকাল ভালো এক নির্বাচনের দৃষ্টান্ত দেখিয়েছে নারায়ণগঞ্জ। গত কয়েক বছরে অনুষ্ঠিত স্থানীয় সরকারের নির্বাচনে সংঘাত, প্রাণহানি ও জাল-জালিয়াতির মতো অনিয়মই পরিণত হয়েছিল নিয়মে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার ধারাবাহিক অভিযোগের মধ্যে নাসিক নির্বাচন প্রশ্নহীন ভোটের উদাহরণ তৈরি করেছে।