করোনায় দীর্ঘ ছুটিতে সেশনজটে আটকে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনায় দীর্ঘ ছুটিতে থাকায় সেশনজটে আটকে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনলাইনে ক্লাস হলেও নানা সমস্যায় এর সুফল তেমন মিলছে না। প্রায় এক বছর পিছিয়ে পড়েছে শিক্ষাব্যবস্থা। ফলে, শিক্ষাজীবন শেষ করা ও চাকরিতে প্রবেশ নিয়ে হতাশায় পড়েছে শিক্ষার্থীরা। সুনসান নীরবতা যেন ভর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে। হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর এই ক্যাম্পাস এখন ফাঁকা। করোনার ছুটির ফাঁদে বন্ধ ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো। এমন পরিস্থিতিতে হতাশায় শিক্ষার্থীরা।
লেখাপড়ার চর্চা রাখতে বেশ কিছুদিন ধরে চলছে অনলাইন ক্লাস। যদিও নানা সংকটে অন্তত ৭০ভাগ শিক্ষার্থীই এ সুবিধা থেকে বঞ্চিত।
ইতিমধ্যে প্রায় এক বছরের সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। এখন বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পক্ষে মত দিচ্ছেন শিক্ষকরাও।এদিকে, ক্যাম্পাসের ছোটেখাটো ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে।
উপ-উপাচার্য বলছেন, করোনার সেকেন্ড ওয়েভ তেমন প্রভাব ফেলতে পারেনি। তাই বিশ্ববিদ্যালয় এখন খুলে দেয়া উচিত।
সট: অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে আশা করে সংশ্লিষ্টরা।