সোনামসজিদ স্থলবন্দরে আবার আমদানী-রফতানী বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতে অনলাইন সার্ভারে ত্রুটির কারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারো আমদানী-রফতানী বন্ধ হয়ে গেছে।
তিনদিন পর সকালে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে পণ্যভর্তি ট্রাক প্রবেশ শুরু হলেও দুই ঘন্টা পর সার্ভার জটিলতায় ট্রাক প্রবেশ বন্ধ হয়ে যায়। দুপুর বারোটা পর্যন্ত ১৫টি পন্যভর্তি ট্রাক ভারত থেকে স্থলবন্দরে প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, ভারতের মহদিপুর স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত অনলাইন সার্ভারে ত্রুটির কারণে ভারতীয় কাস্টমস পণ্য ছাড় করতে পারছে না। ফলে সোনামসজিদ স্থলবন্দরে চারদিন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। এতে আটকা পড়েছে সারি সারি পণ্যভর্তি ট্রাক।