সোমবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
- আপডেট সময় : ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৮২৪ বার পড়া হয়েছে
৩ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। তার সফর ঘিরে পাবনায় এখন সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুন, লাইটিং আর রং বেরংয়ের তোরণে ছেয়ে গেছে পুরো শহর। নাগরিক সংবর্ধনা দেয়া হবে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো জেলা।
১৫ মে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে গার্ড অব অনার গ্রহণ করবেন। সফরের প্রথম দিন জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরিদর্শন করবেন পাবনার স্কয়ার বাগানবাড়ি। জেলা দায়রা জজ আদালতে প্রাংঙ্গণে উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কর্ণার।
সফরের ২য় দিনে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠেয় নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। সফরের তৃতীয় দিনে ১৭ মে পাবনা ডায়াবেটিক সমিতি ও নিজ নামের বিনোদন পার্ক পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতিকে বরণ করতে এলাকার সর্বস্তরের মানুষ নিজ-নিজ অবস্থান থেকে নানা পদক্ষেপ নিয়েছে বলে, জানান সদর আসনের সংসদ সদস্য।
পাবনাবাসীকে এতবড় উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঝিলমিল আলোকসজ্জা, ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে জেলার অলিগলি।
নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে, জানান স্থানীয় পুলিশ সুপার।
রাষ্ট্রপতির আগমনে পাবনার মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটে–এমনটাই প্রত্যাশ্যা সচেতন মহলের।