সোলাইমানি হত্যাকারীদের বিচার দাবী করেছে জাতিসংঘ
- আপডেট সময় : ০৯:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সোলাইমানি হত্যাকারীদের বিচার দাবী করেছে জাতিসংঘ। ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি ম্রিতু কে পরিকল্পিতভাবে হত্যা বলে দাবি করেছে জাতিসংঘ।
জাতিসংঘ বলছে, এই হামলার জন্য দোষীদের বিচার হতে হবে । জানুয়ারিতে সংঘটিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত করেছে জাতিসংঘ। তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড । বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ডের প্রতিবেদনের সারাংশে বলা হয়েছে, কাশেম সোলাইমানিকে হত্যার হামলার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি দেশটি। অ্যাগনেস ক্যালামার্ড ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের সুস্পষ্ট লংঘন।