মেহেরপুরে ৬ মাসে ১৪টি সোলার সেচ পাম্পে ১৭ বার চুরি
- আপডেট সময় : ০২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
মেহেরপুরে গেল ৬ মাসে ১৪টি সোলার সেচ পাম্পে ১৭ বার চুরির ঘটনা ঘটেছে। জমিতে সেচ দেয়ার বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তারা। বার বার থানায় অভিযোগ করেও কোন সমাধান মিলছে না বলে অভিযোগ ভূক্তভোগীদের। পুলিশ বলছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাঠ। এখানে পাশাপাশি থাকা দু’টি সোলার সেচপাম্পে চুরি হয়েছে ৭ বার। সর্বশেষ চুরি হয়েছে গেল ৩ সেপ্টম্বর। সেচপাম্পের ওয়ারিংয়ের তার, প্যানেল কানেক্টর চুরি করে নিয়ে যায় চোর। নষ্ট করে দিয়ে যায় জাংসন বক্স। এখন পর্যন্ত সেচ কার্যক্রম চালু হয়নি এ সেচ পাম্প থেকে। এ পাম্পের আওতায় দেড়শো বিঘা জমিতে সেচ দিতে পারেছেন না কৃষকেরা। ধানের জমিতে ধরেছে ফাটল। সেচ সুবিধা না পাওয়ায় মরিচ, কপি সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
জমিতে সোলার সেচ পাম্পের সুবিধা পাওয়ায় এ মাঠে নষ্ট হয়ে গেছে বেশিরভাগই স্যালোমেশিন। আর সেচপাম্প কর্তৃপক্ষ বলছেন, সময়মতো সরঞ্জামগুলো বাজারে না পাওয়ায় সেচপাম্প চালু করতে দেরি হচ্ছে। তবে পুলিশ বলছে, তিনজনকে গ্রেপ্তারের করা হয়েছে। চক্রটিকে ধরার জন্য মাঠে কাজ করছেন তারা। দোষীদের শাস্তির দাবি ভুক্তভোগীদের।